সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),সিলেটের বিআরটিএ প্রতিনিধি,বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫ ||  বৈশাখ ২৫ ১৪৩২ :

সিলেটের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫০ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগে এ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানে বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষ থেকে পাঁচটি ব্ল্যাংক চেক, তিনটি মোবাইল ফোন এবং একটি হকিস্টিকসহ নানান জিনিস উদ্ধার করা হয়েছে।

Advertisement

বুধবার (৭ মে) বেলা ১টার দিকে বিআরটিএ সিলেট কার্যালয়ে অভিযান শুরু করে দুদক।

বিকেল ৫টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ অভিযান চলে। এ সময় বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষ থেকে পাঁচটি ব্ল্যাংক চেক, তিনটি মোবাইল ফোন, একটি হকিস্টিক উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে যে হকিস্টিক দিয়ে তিনি বিভিন্ন সময় গ্রাহকদের অত্যাচার করেন। এছাড়া রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে একটি আবেদনপত্র ও গ্রাহকের পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘আমি দুই বছর আগে এখানে এসেছি। যে স্টিল আলমিরা থেকে এসব জিনিস উদ্ধার হয়েছে, তা আমার নয়।’

দুদক সিলেট অঞ্চল সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, বিআরটিএ দেশের পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Advertisement

তবে সংস্থাটির সেবার মান নিয়ে বহু দিন ধরেই নানান অভিযোগ রয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে সিলেট বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক।’

তিনি বলেন, ‘অভিযানে সিলেট বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনর রুম থেকে পাঁচটি ব্ল্যাংক চেক পাওয়া গেছে। তার রুমের আলমারি থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেগুলো অবৈধ কাজে ব্যবহার করতেন তিনি। এসব বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।’

এছাড়া কক্ষ থেকে একটি হকিস্টিক উদ্ধার করেছে দুদক জানিয়ে তিনি বলেন, ‘এটি দিয়ে বিভিন্ন সময় মানুষকে অত্যাচার করতেন তিনি, এ অভিযোগও দুদকের কাছে রয়েছে।

Advertisement

তিনটি মোবাইল যাচাই-বাছাই করে সিলেট বিআরটিএ অফিসের পরিচালকের জিম্মায় দেওয়া হয়েছে বলে দুদক জানিয়েছে।

সিলেটের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক