দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ নেতা সুমনকে কোর্টে প্রেরন করা হয়

SHARE

 

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),দাউদকান্দি প্রতিনিধি, সোমবার   ০৬ অক্টোবর ২০২৫ ||  আশ্বিন ২১ ১৪৩২ :

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী সুমন মেজরকে (অব.) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে মডেল থানা পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। 

Advertisement

গ্রেপ্তার দাউদকান্দি উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান এবং কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার বড় ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

থানা পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ ৪টি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন। তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন এ খবর পেয়ে মডেল থানা পুলিশ ঢাকায় যায়। পরে গুলশান পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। আটকের পর রাতেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ নেতা সুমনকে কোর্টে প্রেরন করা হয়।