ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),আবু ইউসুফ সৌজন্য প্রতিনিধি,বৃহস্পতিবার ০৮ মে ২০২৫ || বৈশাখ ২৫ ১৪৩২ :
‘তুই একটা গাধা!’—এ বাক্যটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু আজ, ৮ মে, সে গাধাই স্পটলাইটে! কারণ আজ পালিত হচ্ছে ‘বিশ্ব গাধা দিবস’। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো ঠাট্টা নয়, একদম পাক্কা খবর!
Advertisement
২০১৮ সালে প্রথমবার এ দিবসের সূচনা করেন বিজ্ঞানী আর্ক রাজিক। মরুভূমির প্রাণী নিয়ে গবেষণা করতে করতে তিনি বুঝে ফেলেন, গাধারা যে পরিমাণ কষ্ট করে মানুষের ভার বহন করে, তার তুলনায় তাদের প্রশংসা মেলে তুচ্ছ। তাই তিনি ফেসবুক গ্রুপ খুলে গাধার গল্প ছড়িয়ে দেন। আর তাতেই জন্ম নেয় এ দিন!
Advertisement
আমাদের সমাজে ‘গাধা’ শব্দটি একটু বোকামি বা অতিরিক্ত খাটুনির সঙ্গে জড়িত। কেউ একটু ভুল করলেই, ‘আরে, গাধার মতো কথা বলিস না!’ কিংবা কেউ দিনরাত খেটে মরলে, ‘দেখ, গাধার খাটুনি খাটছে!’—এমন মন্তব্য আমাদের মুখে মুখে। কিন্তু এ দিবসে আসুন, গাধার প্রতি একটু সম্মান দেখাই। কারণ, ঘোড়ার মতো বাহারি না হলেও, গাধারা কিন্তু মানুষের নীরব সঙ্গী।
Advertisement
তাই আজকের দিনে, আপনার পাশের কোনো গাধাকে (মানে, প্রাণীটাকে!) একটু আদর করুন, আর যদি কাছে গাধা না থাকে, তাহলে অন্তত ‘গাধা’ শব্দটা একটু কম ব্যবহার করুন। কী বলেন, গাধার মতো এ প্রতিজ্ঞাটা কি পালন করবেন?