মেজর জেনারেলসহ পাঁচ জন নিয়ে থাই সেনা হেলিকপ্টার নিখোঁজ

SHARE

১৪/০৮/২০১৬

thailand-bg20160814182728থাইল্যান্ডে এক মেজর জেনারেলসহ পাঁচ আরোহীবাহী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নিখোঁজ রয়েছে। এটির খোঁজে তৎপরতা শুরু করেছে সশস্ত্র বাহিনী।

রোববার (১৪ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার পর থেকে ইউএইচ-৭২ হেলিকপ্টারটি রাডারের আওতার বাইরে চলে যায়। তার ৩০ মিনিট আগে উড্ডয়ন করে হেলিকপ্টারটি।

মায়ানমার সীমান্তের পাই জেলায় বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফিতসানুলোকের ঘাঁটিতে ফিরছিলো প্লেনটি।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সোমসাক নিনবানজার্দকুন সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি এখনও নিখোঁজ। এতে সেনাবাহিনীর ৪র্থ ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল নোপ্পোরন রুয়ানচনও রয়েছেন।