
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার ১০ জানুয়ারি ২০২৬ || পৌষ ২৬ ১৪৩২ :
ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এই বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ভয়াবহ অর্থনৈতিক সংকট, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং ক্রমবর্ধমান জনঅসন্তোষের প্রেক্ষাপটে সরকারকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দুর্বল দেখাচ্ছে।
প্রথম দিকে বিক্ষোভের মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট। গত বছর ইরানি রিয়ালের মূল্য ডলারের বিপরীতে অর্ধেকে নেমে আসে এবং ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়ে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভে সরাসরি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান যুক্ত হয়।
ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ শুক্রবার জানায়, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে শুক্রবার (০৯ জানুয়ারি) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, আল জাজিরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আট সদস্য নিহত হয়েছেন।
এই সহিংসতার নিন্দা জানিয়ে শুক্রবার ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতারা যৌথ বিবৃতি দেন। তারা বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ইরানি কর্তৃপক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।
জাতিসংঘের মুখপাত্র স্তেফান ডুজারিক বলেন, ‘প্রাণহানির ঘটনায় জাতিসংঘ অত্যন্ত উদ্বিগ্ন। বিশ্বের যেকোনো জায়গায় মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে, আর সরকারগুলোর দায়িত্ব সেই অধিকার রক্ষা করা এবং তা সম্মান নিশ্চিত করা।’
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, বাস, গাড়ি ও মোটরসাইকেলে আগুন জ্বলছে, পাশাপাশি ভূগর্ভস্থ রেলস্টেশন ও ব্যাংকে আগুন দেয়ার দৃশ্যও দেখানো হয়। রয়টার্স যাচাইকৃত ভিডিওতে তেহরানে শত শত মানুষকে মিছিল করতে দেখা গেছে। একটি ভিডিওতে এক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘খামেনেয়ির মৃত্যু হোক।’ অন্য স্লোগানগুলোতে ১৯৭৯ সালে উৎখাত হওয়া রাজতন্ত্রের পক্ষে সমর্থনের কথাও শোনা যায়।
ইরানের মানবাধিকার সংগঠন হেঙ্গা জানায়, শুক্রবারের জুমার নামাজের পর বেলুচ অধ্যুষিত জাহেদানে একটি বিক্ষোভ মিছিলের ওপর গুলি চালানো হয়, এতে কয়েকজন আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে বিক্ষোভকারীদের স্লোগান দিতে শোনা যায়, ‘এটাই রক্তের বছর, আলী খামেনেয়ি ক্ষমতাচ্যুত হবে।’
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গত সপ্তাহে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান কর্তৃপক্ষকে “দয়ালু ও দায়িত্বশীল আচরণ” করার আহ্বান জানান। একই সঙ্গে সরকার মূল্যস্ফীতিজনিত দারিদ্র্য মোকাবিলায় কিছু সীমিত আর্থিক প্রণোদনার ঘোষণা দেয়।
তবে বিক্ষোভ ছড়িয়ে পড়া এবং সংঘর্ষ আরও সহিংস হয়ে ওঠায় শুক্রবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি কঠোর ভাষায় বক্তব্য দেন। তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র শত শত হাজার সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ভাঙচুরকারীদের সামনে কখনোই পিছু হটবে না।’
তিনি বিক্ষোভকারীদের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার অভিযোগও তোলেন। এছাড়া তেহরানের পাবলিক প্রসিকিউট বলেন, যারা নাশকতা চালাবে বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াবে, তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বিক্ষোভের মধ্যে ইরানে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় দেশটি থেকে তথ্য প্রবাহ ব্যাপকভাবে কমে গেছে। ইরানে ফোন করলেও অনেক ক্ষেত্রে সংযোগ পাওয়া যাচ্ছে না। দুবাই বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী, দুবাই ও ইরানের মধ্যে বাতিল করা হয়েছে অন্তত ১৭টি ফ্লাইট।
ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ধরে ইরান কার্যত অফলাইনে রয়েছে। সংস্থাটির মতে, দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় সংযোগ স্বাভাবিক সময়ের মাত্র ১ শতাংশে নেমে এসেছে।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
__________________________________________________
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরান সরকারকে নতুন করে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘তোমরা গুলি চালানো শুরু করো না, কারণ তাহলে আমরাও গুলি চালানো শুরু করব। আমি শুধু আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদ থাকবে, কারণ জায়গাটি এই মুহূর্তে খুবই বিপজ্জনক।’



