রিটার্নিং কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসি

SHARE

994ক্ষমতার অপপ্রয়োগ করে অবৈধ প্রার্থীর মনোননয়নপত্র বৈধ করার অপরাধে খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সহকারী সচিব মো. সাবেদ উর রহমান রোববার দুপুরে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন ।

আদেশে বলা হয়, আবুল হোসেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে ক্ষমতার অপপ্রয়োগ ও আইন বহির্ভূত কাজ করেন। তিনি আইন বহির্ভূতভাবে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করেন। যা ক্ষমতার অপপ্রয়োগ হয়েছে।

আদেশে বলা হয়, উপজেলা পরিষদের কোনো পদে থেকে কোনো মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র গ্রহণ করা যায় না। আবুল হোসেন শুধু মনোনয়নপত্র গ্রহণ করেননি তাকে বৈধ প্রার্থী হিসেবেও ঘোষণা করেন। তার ক্ষমতার অপপ্রয়োগের কারণে নির্বাচন কমিশন তাকে প্রথমে প্রত্যহার করে নেন। পরে সাময়িক বরখাস্ত করেন।