https://www.facebook.com/share/v/1GsrVscNE7/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, শনিবার ২২ নভেম্বর ২০২৫ || অগ্রহায়ণ ৭ ১৪৩২ :
টিকটকে চাকরির প্রলোভন দেখিয়ে নারীর ব্যক্তিগত ছবি সংগ্রহ, সেগুলো বিকৃত করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক মো. আব্বাস (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (২২ নভেম্বর) র্যাব-১১ কোম্পানী অধিনায়ক উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
মেজর সাদমান ইবনে আলম জানান, কুমিল্লার দেবিদ্বারের এক নারী ৫ নভেম্বর র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে অভিযোগ করেন। তিনি জানান, কয়েকজন প্রতারক টিকটকের মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখায়। রেজিস্ট্রেশনের কথা বলে তারা ওই নারীর ছবি ও তথ্য সংগ্রহ করে পরে তা এডিট করে অশ্লীল ছবি ও ভিডিও বানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে সাত লাখ টাকা হাতিয়ে নেয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

টাকা দেওয়ার পরও চক্রটি আরো টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা ভুক্তভোগীর ফেসবুক আইডি হ্যাক করে। প্রোফাইল পিকচারে অশ্লীল ছবি আপলোড করে এবং ভিডিও ছড়িয়ে দেয়। অভিযোগ পাওয়ার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ নভেম্বর) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর দল ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে আব্বাসকে গ্রেপ্তার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্বাস ভোলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
Advertisement

র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। পরে আইডি হ্যাক করে অশ্লীল কনটেন্ট ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।
গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেবিদ্বার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



