(ভিডিও)সরকারি বিজ্ঞাপনে হাদিকে গুলি করা ফয়সাল!

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,বিশেষ প্রতিনিধি,শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২ :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সরকারি ইউটিউব চ্যানেলে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সাল করিম অভিনীত একটি সচেতনতামূলক বিজ্ঞাপন প্রকাশ এবং তা দ্রুত সরিয়ে নেওয়ার ঘটনায় সরকারি কাজে ফয়সালের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ফয়সাল অভিনীত টিভিসিটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শনিবার (৩ জানুয়ারি) সকালে ‘TVC 4 Final’ শিরোনামে ভিডিওটি দেখা গেলেও বেলা ১১টার মধ্যে তা অপসারণ করা হয়।

জানা যায়, ডিএনসির প্রধান কার্যালয়ের সফটওয়্যার সংক্রান্ত কাজগুলো ফয়সাল করিমের আইটি প্রতিষ্ঠান থেকে সাবকন্ট্রাক্টে করা হতো। একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজগুলো করা হতো বলে অভিযোগ রয়েছে। এর সূত্রেই একটি এজেন্সীর মাধ্যমে বিজ্ঞাপনটির মডেল হন ফয়সাল।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

জুলাই রেভোলিউশনারি অ্যালায়েন্সের তথ্যানুযায়ী, হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম অভিনীত ওই ভিডিওটি প্রথমবার ২০২৫ সালের ২৩ জানুয়ারি আপলোড করা হয়। সর্বশেষ গত বছরের ৪ নভেম্বর পুনরায় আপলোড করা হয়। শুক্রবার (২ জানুয়ারি) রাতে এ বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পর শনিবার (৩ জানুয়ারি) সকালে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বক্তব্য: 

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকবিরোধী আন্দোলন গতিশীল রাখার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে প্রতিনিয়ত বিভিন্ন প্রচার মাধ্যম যথা টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া যথা ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন মাদকবিরোধী কন্টেন্ট আপলোড করে প্রচারণা চালাতে হয়। এই সংক্রান্ত বিষয়ে প্রমাণ অর্জনের জন্য মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা রয়েছে। এরই প্রেক্ষিতে সময়ে সময়ে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা/ অ্যাড এজেন্সিকে যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে কার্যাদেশ প্রদান ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

তৎপ্রেক্ষিতে গত ২৯/০৪/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে অ্যাপল সফট আইটি নামক প্রতিষ্ঠানকে ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে মাদকবিরোধী টিভিসি নির্মাণের জন্য কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিলের জন্য বলা হয়। উক্ত প্রতিষ্ঠান আর্থিক ও কারিগরি প্রস্তাব দাখিলের পর গত ০৫/০৫/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মূল্যায়ন কমিটির সভার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে গত ০৬/০৫/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে কার্যাদেশ প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এরূপ টিভিসি ও অন্যান্য ক্লিপ তৈরি করে প্রচারণা চালাতে হয় এবং এটি দাপ্তরিক কার্যক্রমের অংশ। কোন ব্যক্তি বা গোষ্ঠী ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হয়ে পরবর্তীতে কোন অপরাধ কার্যক্রমে লিপ্ত হলে, তার দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নয়। এ ধরনের যে কোন অপকর্মে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত হলে এবং তা অত্র অধিদপ্তরের গোচরীভূত হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কনটেন্টসমূহ দপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়েছে।

Advertisement

এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ

__________________________________________________

যেহেতু কনটেন্টসমূহ আপলোডের মাধ্যমে নৈমিত্তিক ভিত্তিতে প্রমাণ অর্জনের বাধ্যবাধকতা রয়েছে, তাই গত জানুয়ারি, ২০২৫ ও পরবর্তীতে নভেম্বর ২০২৫ তারিখে অধিদপ্তরের আইসিটি শাখা থেকে কন্টেন্টটি আপলোড করা হয়। তবে সাম্প্রতিক বিষয়সমূহ বিবেচনা ও পরবর্তীতে কৃত অপরাধ সংগঠনের বিষয়টি অত্র কার্যালয়ের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই অত্র দপ্তরের সকল সামাজিক মাধ্যম থেকে উক্ত কন্টেন্টটি অপসারণ করা হয়েছে।