মেজর সিনহাকে গুলি করেছে লিয়াকত, দাবি প্রদীপের (ভিডিও)

SHARE
Major Shinha

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ : অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করেছিলেন লিয়াকত, এই দাবি করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন বরখাস্ত ওসি প্রদীপ।

বুধবার (১২ জানুয়ারি) কক্সবাজার আদালতে সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে সব দোষ সহকর্মীর ঘাড়ে চাপান মূল আসামি।

কক্সবাজার আদালতে গত রোববার শুরু হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার বিচারিক কার্যক্রমের যুক্তি-তর্ক পর্ব। যা শেষ হয় বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে ।

এরপরই আগামী ৩১ জানুয়ারি আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। ঘটনার ১৬ মাস ১২ দিনের মাথায় এ ঘোষণা দেন জেলা ও দায়রা জজ মো. ইসমাইলের আদালত।

এর আগে আদালতের কাছে সময় প্রার্থনা করে কথা বলেন মামলার অন্যতম অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। এসময় নিজেকে নির্দোষ দাবি করলেও পুরো ঘটনার জন্য দায়ী করেন প্রধান আসামি লিয়াকত আলীকে।

গত ২৩ আগস্ট শুরু হয় মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ। মামলার ৮৩ জন সাক্ষী থাকলেও ৮ দফায় সাক্ষ্য দেন ৬৫ জন। ১ ডিসেম্বর শেষ হয় সাক্ষ্যগ্রহণ। এতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে জানিয়ে সর্বোচ্চ সাজা দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

তবে অভিযোগ যথাযথ প্রমাণিত হয়নি দাবি করে আদালতে ন্যায় বিচার আশা করেন আসামিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত।

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ৫ আগস্ট হত্যা মামলার দায়ের করেন সিনহা বোন।