
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ : চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে চলছে নানা বিতর্ক। প্রথমে টাকা দিয়ে মনোনয়ন না পাবার অভিযোগ উঠলেও এবার প্রয়াত জামায়াত নেতার ছেলের হাতে নৌকা প্রতীক তুলে দেয়ায় ক্ষোভ বেড়েছে তৃণমূলে। অভিযোগ আছে, মাদক মামলায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত একজনকেও প্রার্থী করার।
সপ্তম ধাপে চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন। যেটি নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে নানা বিতর্কের। প্রশ্ন উঠেছে অর্থ লেনদেনের অভিযোগ নিয়েও।
এই যেমন সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে এক যুবলীগ নেতা অভিযোগ তুলেছিলেন টাকা দিয়েও মনোনয়ন না পাবার। যদিও এটি নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। শেষ পর্যন্ত মামলাও হয়েছে অভিযোগকারী সেই যুবলীগ নেতা কামালের বিরুদ্ধে।
এতেই শেষ নয়, মনোনয়ন নিয়ে এখন আলোচনা-সমালোচনা চলছে নানা মহলে। কেননা, সাতকানিয়ার দুই ইউনিয়ন চরতি এবং নলুয়ায় মনোনয়ন দেয়া হয়েছে এমন দুই প্রার্থীকে যাদের নিয়ে রয়েছে নানা অভিযোগ। তাদের একজন চরতি ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়া রুহুল্লাহ চৌধুরী। যিনি জামায়াতের প্রয়াত কেন্দ্রীয় নেতা মুমিনুল হক চৌধুরীর ছেলে। যার বিরুদ্ধে রয়েছে জামায়াত-শিবির সম্পৃক্ততার পাশাপাশি কৃষকদের নির্বিচারে গুলির নির্দেশদাতা হিসেবে থানায় মামলার অভিযোগও।
অন্যদিকে নলুয়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন লিয়াকত আলী। যিনি মাদক চোরাচালানের দায়ে চাকরিচ্যুত হয়েছিলেন সেনাবাহিনী থেকে। অথচ তৃণমূল থেকে কেন্দ্রে যে সুপারিশ পাঠানো হয়েছিলো সেখানেও ছিলনা তাদের কারো নাম। ফলে বরাবরই হতাশ মনোনয়ন বঞ্চিতরা।
তবে সব অভিযোগকে ছাপিয়ে নিজেকে আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে দাবি করেন স্থানীয় সংসদ সদস্যের শ্যালক রুহুল্লাহ চৌধুরী। এবিষয়ে ফোনে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি নলুয়া ইউনিয়নে মনোনয়ন পাওয়া লিয়াকত আলীকে।
এমন মনোনয়ন নিয়ে শুরুর দিকে আপত্তি জানিয়ে আসলেও এখন বরাবরই হতাশ আওয়ামীলীগ নেতারা। যদিও কেন্দ্রের নির্দেশের কাছে অসহায়ত্বের কথা জানালেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এই নেতা।
আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সপ্তম ধাপের এই ইউপি নির্বাচন।