ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),অপরাধ প্রতিনিধি, শনিবার ০৮ নভেম্বর ২০২৫ || কার্তিক ২৪ ১৪৩২ :
ফেনীর পরশুরাম পৌরসভা এলাকার ইসমাইল হোসেন পিন্টু (৩৮) নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। বিয়ের প্রলোভনে স্থানীয় এক নারীকে প্রতারণার চেষ্টা চালানোর সময় তাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পরনে ছিল সেনাবাহিনীর পোশাক।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করেন, তিনি সেনা কর্মকর্তা নন এবং প্রতারণার উদ্দেশ্যেই এই পরিচয় ব্যবহার করতেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ছাগলনাইয়া উপজেলার মধুপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে সেনা পোশাক ও ভুয়া সামরিক সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে তিন সেট সেনা ইউনিফর্ম, দুটি জ্যাকেট, “BD Army” লেখা গেঞ্জি ও ট্রাউজার, হেলমেট, বুট, ব্যারেট ক্যাপ, ফিল্ড ক্যাপ, গোল ব্যাজ, ভুয়া মেজর পদবির সিল, চট্টগ্রাম ক্যান্টনমেন্টের নাম ব্যবহার করা সিল, সেনা প্রশিক্ষণ কার্ড লেখা ডায়েরি, মেডেল, খাম এবং একটি ভাঙা মোবাইল ফোনসহ আরও সামগ্রী।
Advertisement
পুলিশ জানিয়েছে, আসামি দীর্ঘদিন ধরে সেনা পোশাক পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন এবং এভাবেই বিভিন্ন নারীকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা রুজু হয়েছে এবং মামলার তদন্তভার এসআই সুবল চন্দ্র নাথকে দেওয়া হয়েছে।



