ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),রাজনীতি প্রতিনিধি, রোববার ০২ নভেম্বর ২০২৫ || কার্তিক ১৮ ১৪৩২ :
সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও সম্পূর্ণ ভুয়া ও এডিট করা বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে একটি অসত্য ভিডিও প্রচার করেছে—যেখানে তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করতে দেখা যায়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বিএনপি বলছে, “এ ধরণের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে এই ভুয়া ভিডিও প্রচার করা হয়েছে।”
দলটি নেতাকর্মী, এমপি মনোনয়ন প্রত্যাশী ও সাধারণ জনগণকে এমন এডিট করা বা প্রযুক্তিনির্ভর বিভ্রান্তিকর ভিডিওতে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে।
Advertisement
বিবৃতিটি স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ছবি: সংগৃহীত



