ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),ময়মনসিংহের ত্রিশাল প্রতিনিধি, বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫ || আশ্বিন ২৪ ১৪৩২ :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনলাইন জুয়ার আসক্ত ছেলের হাতে খুন হয়েছেন তার বাবা ও মা। হত্যার পর ঘরের মধ্যেই মাটিচাপা দিয়ে লাশ গুমের চেষ্টা করে অভিযুক্ত ছেলে রাজু। এ ঘটনায় রাজুকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন মোহাম্মদ আলী এবং তার স্ত্রী রানোয়ারা বেগম।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের বৈলর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুপুরে প্রথমে মাকে গলাটিপে হত্যা করে রাজু। এরপর রাতে বাবা বাড়ি ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে তাকেও হত্যা করে। পরে শোবার ঘরের পাশে বিছানার নিচে মাটি খুঁড়ে দুটি মরদেহ চাপা দেয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
পুলিশ জানায়, ঘটনার পর পরিবারের এক স্বজনের সন্দেহ হলে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রাজু হত্যার বিষয়টি স্বীকার করে এবং তার দেখানো জায়গা থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, রাজু দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো এবং টাকা চেয়ে না পেলে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতো।
Advertisement
ঘটনার বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মদ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা রাজুকে আটক করেছি। তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ঘরের ভেতর থেকেই বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’