ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫ || আশ্বিন ২৪ ১৪৩২ :
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। মেজাজ হারিয়ে কিছু কনটেন্ট ক্রিয়েটরদের ‘ফকিন্নির বাচ্চা’ বলে গালি দেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার হয়েছেন ওমর সানী ও তার স্ত্রী-চিত্রনায়িকা মৌসুমী। এআই ব্যবহার করে তাদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় ভিডিওতে।
Advertisement
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
Advertisement
কী দেখছেন, এটা এআই না। এআই দিয়ে মার্ভেলাসতো অনেক কিছুই করেছে। তবে কিছু ফকিন্নির বাচ্চা এআই ব্যবহার করে আমাকে আর মৌসুমীকে বিক্রি করছে। আর তিলকে তাল বানাচ্ছে।
আমার মনে হয়, ফকিন্নির বাচ্চারা অনেক অভাবের মধ্যে আছে। শুক্রবার দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি অহঙ্গবাদে থাকবো। আপনাদের কিছু লাগলে আসবেন। আতিথেয়তা করে দেবো।
এআই কী জিনিস, ভাইরাল কী জিনিস বুঝিয়ে দেবো। তোরা তো কুত্তা-বিল্লাইয়ের মতো ভাইরাল হওয়ার চেষ্টা করোস। গোপনে কিছু নেস। ওইটাতে এআই মারোস। দোয়া করি, আমাদের বিক্রি করে যদি তোদের লাভ হয়, ভালো থাকিস। মানিকগঞ্জের মহাতারকা খান আতাউর রহমান একটি ছবি বানিয়েছিলেন ‘আবার তোরা মানুষ হো’। সেটাই দোয়া করি তোমাদের জন্য।
