নুসরাত জাহান
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শুক্রবার ২২ আগস্ট ২০২৫ || ভাদ্র ৭ ১৪৩২ :
তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য ও ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। অভিনয় দক্ষতা দিয়েই মানুষের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান। কিন্তু সময় তাকে নিন্দাও এনে দিয়েছে। বিশেষ করে ব্যক্তিগত জীবন নিয়েই অধিক সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী।
Advertisement
হিন্দু ধর্মের অনুসারী নিখিল জৈনকে বিয়ে করে প্রথম জোরালোভাবে বিতর্কে জড়ান নুসরাত। আইনি বিয়ে না করেও সংসার করেন তারা। এ সংসার চলাকালীন অভিনেতা যশের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। কেবল তাই নয়, বিয়ে না করেই যশের সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। যদিও পরবর্তী এই যুগল জানান, তারা গোপনে বিয়ে করেছেন। তাছাড়া সাজপোশাক নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন নুসরাত জাহান।
ব্যক্তিগত জীবনের বিতর্কের কারণে রাজনীতির মাঠে হেরে গেছেন নুসরাত জাহান। শেষবার নমিনেশনও মেলেনি। এখন স্বামী-সন্তান আর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমে এসব বিষয় নিয়ে বহুদিন পর সাক্ষাৎকার দিয়েছেন নুসরাত।
এ আলাপচারিতা সঞ্চালক জানতে চান, জীবনে এমন কোনো ঘটনা আছে কী যার জন্য ভেঙে পড়েছিলেন? জবাবে নুসরাত জাহান বলেন, “একটা ঘটনা? বহু ঘটনা আছে! মানুষ যদি সত্যি না জেনে সমালোচনা শুরু করে দেয়, তা হলে কেমন লাগে! এমনও হয়েছে কোনো ঘটনার সঙ্গে আমি সত্যিই জড়িত নই। অথচ সেটার সঙ্গে আমাকে জড়িয়ে ফেলছে।”
ব্যাখ্যা করে নুসরাত জাহান বলেন, “অচেনা মানুষের দল আমার ছবির তলায় বাজে মন্তব্য লিখে দিয়ে যাচ্ছে। আমরা প্রকাশ্যে বলি, এগুলো কোনো প্রভাব ফেলে না। কিন্তু আমিও তো রক্ত-মাংসের মানুষ। কষ্ট হয়। জানেন, আমি খুব আবেগপ্রবণ মানুষ। একা বসে কত যে কেঁদেছি, সেখান থেকে আবার নিজেকেই বেরিয়ে আসতে হয়েছে। সব পেরিয়ে এখন আমি নতুন মানুষ। কাজ, সংসার আমার জগৎ।”
Advertisement
তবে নুসরাত জাহান এখন অনেক পরিণত। অন্তত তার মত এমনই। নুসরাত বলেন, “পাঁচ বছর আগের আমি, আর এখনকার আমির মধ্যে বিস্তর ফারাক। এখন আর পার্টিতে যাই না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিই না। বাড়ি আর কাজ। আমি একঘেয়ে হয়ে গিয়েছি। এই একঘেয়েমি আমার কাছে অবশ্য ‘ইন্টারেস্টিং’। তবে একটা কথা বলি, এই পরিবর্তিত নুসরাত অনেক কিছু যশের কাছ থেকে শিখেছে। এ মা! আমি তো ওকে ‘ওয়াইডি’ বলি। যশ বলছি কেন?”
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, যশ-নুসরাতের দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না। যদিও এর কিছু দিন পর তা উড়িয়ে দেন যশ। এবার নুসরাতের বক্তব্য সেই গুঞ্জন পুরোপুরি ধূলিসাৎ করে দিল।