ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি, বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২, ২৬ সফর ১৪৪৭ :
অবাধ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অফিশিয়াল ইউটিউব চ্যানেল খুলল নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ ইউটিউব চ্যানেল খোলা হয়েছে।
নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, অবাধ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি স্বচ্ছতা জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। ইসির জবাবহিদিতার প্রতিফলন ঘটবে এই চ্যানেলের মাধ্যমে।
Advertisement
একইসঙ্গে এআই প্রতিরোধে সত্যতা যাচাইয়ের আহ্বান জানান সিইসি নাসির উদ্দিন।
এই চ্যানেলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দিয়েছেন।
দেশবাসীর উদ্দেশে সিইসি বলেন, কমিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। এর মাধ্যমে নির্বাচন ও নির্বাচন-সংক্রান্ত সব তথ্য নির্ভরযোগ্য, সহজ ও বিস্তারিতভাবে দেশবাসীর কাছে তুলে ধরা হবে। আমাদের এই চ্যানেলে মূলত ভোটার নিবন্ধন, নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং ভোটার হিসেবে দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তথ্য থাকবে।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করা। আমরা চাই, তারা যেন সচেতনভাবে দেশের গণতন্ত্রায়নে অবদান রাখতে পারে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের আস্থা এবং নির্বাচন ব্যবস্থার প্রতি স্বচ্ছতা অত্যন্ত জরুরি। আমরা আমাদের তথ্যগুলো বিস্তারিত, সহজবোধ্য ও গ্রহণযোগ্য উপায়ে জনগণের সামনে তুলে ধরতে চাই, যাতে মানুষের আস্থা ও আমাদের স্বচ্ছতা আরও সুদৃঢ় হয়।
সিইসি বলেন, সম্প্রতি একটি বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে— এআইয়ের অপব্যবহার। মিথ্যা বা বানোয়াট তথ্য দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে।
তিনি অনুরোধ করেন, যেকোনো তথ্য পাওয়ার পর যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার করবেন না। সবাই নিয়মিত এই চ্যানেল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।
Advertisement
সিইসি বলেন, আসুন আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রচারের এই অপচেষ্টা মোকাবিলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা চাই। এছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজেও আপনারা নির্বাচন-সংক্রান্ত সঠিক তথ্য পাবেন। আমরা আমাদের এই উদ্যোগে দেশবাসীকে পাশে পেতে চাই।
