অনলাইন জুয়া নিষিদ্ধ করল সরকার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),বিজ্ঞান প্রযুক্তি প্রতিনিধি, মঙ্গলবার   ০৬ মে ২০২৫ ||  বৈশাখ ২৩ ১৪৩২ :

নতুন সাইবার সুরক্ষা আইনের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ আইনে বাংলাদেশে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

 

মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন আইনে অনলাইন জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা পূর্ববর্তী আইনে স্পষ্টভাবে উল্লেখ ছিল না। এছাড়া, জাতির পিতা ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলাসহ আরো নয়টি ধারা বাতিল করা হয়েছে। এসব ধারায় দায়ের হওয়া প্রায় ৯৫ শতাংশ মামলা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

Advertisement

আইন উপদেষ্টা আরো জানান, এ বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ আইনের অনুমোদন দেওয়া হয়েছে—সাইবার সুরক্ষা আইন, সীমানা পুনর্নির্ধারণ আইন এবং সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) সংশোধনী।

 

আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর চলতি সপ্তাহেই সাইবার সুরক্ষা আইনটি চূড়ান্তভাবে কার্যকর হবে।

Advertisement

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন—স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ।

অনলাইন জুয়া নিষিদ্ধ করল সরকার