ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ : টানা দুই মাসেরও বেশি তালা বন্ধ করে রাখা হয়েছিলো বাবা-মাকে। দুই বেলাতেই দেয়া হতো পচা-বাসি খাবার। দরজা খোলার অনুরোধ করা হলে চলতো মারধর।
এমন নির্মম নির্যাতন চালিয়েই, সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপ্যাল অফিসার ফিরোজ ভূঁইয়ার সব সম্পদ লিখে নিয়েছিলো তার ছোট ছেলে আবির।
নিষ্ঠুরতার অনেক উদাহরণ দেখেছে এই সমাজ। কিন্তু এ যেন নির্মমতা আর নিষ্ঠুরতার সব নজিরকেই ছাড়িয়ে গেছে। প্রশ্নবিদ্ধ করেছে মা-বাবার সন্তানের না লেখা প্রেম চুক্তিকে।
বাবার সম্পদের দখল নিতে একজন সন্তান কতোটা নিষ্ঠুর হতে পারেন, তার বর্ণনা করেছে তারই জন্মদাত্রী মা। সেই বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছিলেন সেই মা।
একজন মা কতটা কষ্ট পেলে তার সন্তানের নিষ্ঠুর আচরণের বর্ণনা দিতে পারেন, তা বেরিয়ে এসেছে একাত্তরের কাছে দেয়া কথামালায়।
ছোট ছেলে ছেলে আরিফুর রহমান আবিরের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মা জানালেন, বাবার প্রস্রাবের জায়গায় চাপ দিয়ে কেটে দিয়েছিলেন। আর সেই যন্ত্রণা দেখতে মাকে বাধ্য করতেন।
সেই মা আরো জানান, দুটি বাড়ি ও ব্যাংকের কোটি হাতিয়ে নেয়ার পর, নানা বাড়ির সম্পত্তির ভাগ এনে দিতে মায়ের ওপর নির্মম নির্যাতন চালাতো ছোট ছেলে আবির ও তার স্ত্রী।
টানা দু’মাস তারা বন্দী ছিলেন তালাবদ্ধ ঘরে। খাবার মিলতো দুবেলা। তাও পচা বাসি। এক সময় কোটি টাকার মালিক থাকলে ফিরোজ ভুঁইয়া দম্পতি মাসের পর মাস পেতেন না তেল-সাবান।
মা বলেন, তেল-সাবান তো দিতোই না, চাইলে তার বিনিময়ে টাকা দাবি করতো। আর খাবার দিলেও তরকারি দিতো কম, সাদা ভাত দিতো অনেক বেশি।
ছেলের হাতে দিনের পর দিন ভয়াবহ অপমান আর নির্যাতন সহ্য করার পরও একাত্তরের কাছে এই মায়ের অনুরোধ ছিলো, এসব কথা যেন প্রকাশ করা না হয়।
কারণ এসব কথা প্রকাশ পেলে তার ছোট ছেলেকে পুলিশ মারধর করতে পারে। ছোট ছেলের নিরাপত্তা নিয়ে এতোটাই উদ্বিগ্ন ছিলেন এই মা।
এদিকে এমন অমানবিক ঘটনায় বাড্ডার মানুষের ক্ষোভ বাড়ছে। বাড়িটির ওপর নজর রাখছে এলাকাবাসী। আর সেই ভয়ে বাইরে বেরুচ্ছেন না ছোট ছেলে ও তার স্ত্রী।
এলাকাবাসী জানিয়েছে, ছোট ছেলে তার বড় ভাইয়ের প্রাপ্য অংশ লিখে না দেয়া পর্যন্ত, তারা আবিরকে বাসা থেকে বের হতে দেবেন। প্রয়োজনে তার ব্যবসাও বন্ধও করে দেবেন তারা।
এলাকাবাসী জানান একাত্তরে প্রচারিত প্রতিবেদনের পর, নরসিংদীর বাড়িটি বড় ভাইকে লিখে দেয়ার আশ্বাস দিয়েও এখন গড়িমসি করছে ছোট ভাই আবির।
ফিরোজ ভূঁইয়ার মৃত্যুর পর বুধবার এলাকার মসজিদে মিলাদের মিষ্টি পাঠিয়েছিলো অভিযুক্ত ছোট ছেলে। কিন্তু সেই মিষ্টি ছুড়ে ফেলেছেন মুসুল্লিরা।