
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সুনামগঞ্জ প্রতিনিধি,শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ : সুনামগঞ্জে একটি ফার্মেসি থেকে শাহনাজ পারভীন নামে এক গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবন্ধ অভি মেডিকেল হল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।\
পুলিশ জানায়, শাহনাজ পারভীন নারিকেল তলা গ্রামের সৌদিপ্রবাসী ছুরক মিয়ার স্ত্রী। তিন সন্তান নিয়ে জগন্নাথপুরে স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে বাইরে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। গতকাল তালা ভেঙে অভি মেডিকেল হল থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক।
এ বিষয়ে শাহনাজ পারভীনের ভাই হেলাল মিয়া বলেন, গত বুধবার বিকেলে ঔষধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন আমার বোন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্দেহ হলে ওই ফার্মেসি মালিকের বাসায় খোঁজ করে জানতে পারি তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়ে গেছেন। পরে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি মেডিকেল হলের তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো খণ্ডিত লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এক নারীর ছয় টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফার্মেসি মালিককে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।