গুমের আশঙ্কা প্রকাশ করলেন দুদকের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ (ভিডিও)

SHARE
গুমের আশঙ্কা প্রকাশ করলেন দুদকের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ (ভিডিও)

ভিডিও থেকে নেয়া ছবি

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন এক ভিডিও বার্তায় গুমের আশঙ্কা প্রকাশ করেছেন। গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক অফিস আদেশে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। এরপর এক ভিডিও বার্তায় নিজের এই আশঙ্কার কথা প্রকাশ করেন শরীফ উদ্দিন। চ্যানেল 24-র পাঠকদের জন্য সেই ভিডিও বক্তব্য তুলে ধরা হলো।

শরীফ বলেন, ‘যেখানে প্রভাবশালী পলিটিশিয়ানরা, পাবলিক সার্ভেন্টরা এবং জনপ্রতিনিধিরা কিভাবে রোহিঙ্গাদের কিছু টাকার বিনিময়ে সার্টিফিকেট দিচ্ছে, নাগরিকত্ব করার বিপরীতে। এবং দুঃখজনকভাবে সত্য সেই রোহিঙ্গাদের সংখ্যাটা অপ্রত্যাশিতভাবে আমি ধারণা করেছিলাম এক লাখ। কিন্তু তার সংখ্যা আরও বেশি। তো ইতোমধ্যে আমার কাছে মামলা এসেছে। এবং আরেকটি বিষয় এখানে স্পষ্ট, ওই চক্রটা তাদের মিডলইস্ট কেন্দ্রীক একটা বড় চক্র আছে, তারা আবার ফান্ডিং করতো।’

এই জিনিসগুলো আমি আমার কমিশন বরাবর লিখেছি, ডকুমেন্টও দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচারগুলো আমি ডকুমেন্টেড কমিশনকে দাখিল করেছি।

তিনি বলেন, চট্টগ্রামের স্বাস্থ্যখাত নিয়ে আমি কাজ করেছি। স্বাস্থ্য খাতে সরকারি-বেসরকারিতে কীভাবে মানুষদেরকে এবং ডাক্তারদেরকে জিম্মি করে, একটি চক্র, সিন্ডিকেট করে, বছরের পর বছর টেন্ডারবাজি এবং চাঁদাবাজি করে আসছে। এবং সেটার জন্য আমি পাঁচটা মামলার সুপারিশও করেছি। এবং আরেকটি বিষয় আমি চট্টগ্রামে রেলওয়ে খালাশির নিয়োগ থেকে বেশ কিছু স্পষ্ট নথির তদন্ত আমি করেছিলাম। এবং ঊর্ধ্ব মহল এগুলো জানত। এমনকি তারা বাহবাও দিত এবং এগুলোর আমার নামের নিউজ ছিল।’

‘তো সর্বশেষ ৩০ জানুয়ারি ২০২২ আমার বাসায় এসে পেট্রোবাংলার ডাইরেক্টর প্ল্যানিং। উনি তার এক সহকর্মীকে নিয়ে এসে যেভাবে হুমকি দিয়েছিল যে, আমার এক সপ্তাহের মধ্যে চাকরি খেয়ে ফেলবে। এবং এই যাদের নাম আমি বলছি, তাদের কথা সেখানে উচ্চারণ করেছে। এবং দুঃখজনক সত্য ১৬ দিনের মাথায়, কোনো রকম কারণ দর্শানো নোটিশ ছাড়াই আমার বিরুদ্ধে কর্তৃপক্ষ অপসারণ নোটিশ জারি করেছে।’

শরীফ বলেন, ‘আমি মজলুম, আমি সাংবিধানিকভাবে বঞ্চিত, আমি চাকরি থাকাকালীন আমি হুমকির সম্মুখীন হয়েছি। এবং তার আইনানুগ কার্যক্রমও গ্রহণ করেছি। এখন আমি চাকরিতে বহাল নাই। এখন আমি আমার পরিবার নিয়া চরম নিরাপত্তাহীনতা অনুভব করতেছি।’

‘আমি মাননীয় কমিশন এবং সর্বশেষ আমার রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, আমার জিনিসটা পুনর্বিবেচনা করে, আমার সরল বিশ্বাসে কৃতকর্ম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে আমার দেশপ্রেমের স্বাক্ষর রাখার জন্য আমি আকূল আবেদন জানাচ্ছি।’

‘সর্বশেষ আমি একটি কথা বলতে চাচ্ছি, এই এতগুলো স্পর্শকাতর ও চাঞ্চল্যকর বিভিন্ন অনুসন্ধান করার কারণে যে প্রভাবশালীরা আমার বাসায় এসে, বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দিয়ে আসছে এবং গতকালকের ঘটনায় আমাকে অপসারণ করা হয়েছে। আমি আমার পরিবার নিয়ে শঙ্কিত এবং আমি গুমের আশঙ্কা করছি। আমি আমার পরিবারের নিরাপত্তা দাবি করছি।’

মাননীয় কমিশন এবং রাষ্ট্রের কাছে আকূল আবেদন আমার এই জিনিসটা আমলে নিয়ে, আমাকে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমাকে কাজ করার সুযোগ দেন। আমি ভুলত্রুটি শুধরে নেব।