ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২, ২৬ সফর ১৪৪৭ :
ভারতে অবস্থান নিয়ে আওয়ামী লীগের ‘পলাতক’ নেতাকর্মীরা ‘বাংলাদেশবিরোধী কার্যক্রম’ চালাচ্ছে বলে যে অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তা অস্বীকার করেছে নয়া দিল্লি।
Advertisement
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা প্রেস বিবৃতি সম্পর্কে বুধবার নয়া দিল্লি জানিয়েছে, ভারতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যকলাপের বিষয়ে সরকারের কাছে তথ্য নেই।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যকলাপের বিষয়ে সরকার অবগত নয়। সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতি তাই ভুল।”
তিনি বলেন, “জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ভারত সেই প্রত্যাশা পুনর্ব্যক্ত করছে।”