(ভিডিও)৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রামের হাটহাজারী প্রতিনিধি,বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২, ২৬ সফর ১৪৪৭ :

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে চার যুবক। ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে জানিয়েছেন, চাঁদা না দেয়ায় এই হামলা করা হয়েছে।

Advertisement

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের সদস্য এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিন আগে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তখন তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে বুধবার গুলি বর্ষণের ঘটনার পর তিনি মনে করছেন, চাঁদাবাজরা চাঁদা না পাওয়ায় তার বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে এসে চারজন ভেতরে প্রবেশ করে, যার মধ্যে তিনজন অস্ত্রধারী ছিল। তারা দ্রুত গোলাগুলি চালিয়ে চলে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজে চার যুবককে মাস্ক পরে প্রবেশ করতে দেখা গেছে।

পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের মাধ্যমে আসামিদের শনাক্তকরণের কাজ শুরু করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক সাজ্জাদ আলী খানের শিষ্যরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ঘরের দরজা ও জানালা ভেঙে গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ বলেন, ঘটনার পর ওই ব্যবসায়ী জানিয়েছেন, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন এসেছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাতে পারে।