ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৪ এপ্রিল : মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহতদের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাতে গাংনী-বারাদী সড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় হাড়িয়াদহ মাঠের কাছে এসএবি ইটভাটায় চাঁদাবাজির খবর আসে। পুলিশ সেখানে পেীঁছালে চাঁদবাজ-সন্ত্রাসীরা গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে সন্ত্রাসীরা পিছু হটে গেলে সেখান থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।