বাড়ি ফিরে বদরুলের সর্বোচ্চ শাস্তি চাইলেন খাদিজা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সিলেট প্রতিনিধি,২৪ ফেব্রুয়ারি : সাভারের সিআরপিতে চিকিৎসা শেষে তিন মাস পর সুস্থ্য হয়ে সিলেটের বাড়িতে ফিরেছেন কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস। আজ শুক্রবার বেলা ১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথাও বলেন। এসময় তাকে অনেকটাই উৎফুল্ল দেখাচ্ছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করে তিনি বলেন, ‘বিচার দ্রুত শেষ হোক। আমি এখন বেশ ভালো আছি, দেশবাসী আমার জন্য দোয়া করেছেন। সবার দোয়ায় ভালো আছি, সুস্থ্য হয়ে বাড়ি ফিরছি, খুব ভালো লাগছে। সবাই যেভাবে পাশে ছিলেন, আশা করছি আগামী দিনেও সবাইকে পাশে পাবো।’

বিমানবন্দর থেকে বাবা ও অন্যান্য স্বজনের সঙ্গে জালালাবাদ থানার আউশায় গ্রামের বাড়িতে পৌঁছান খাদিজা।

খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, ‘আগামী রবিবার আদালতে বদরুলের বিরুদ্ধে সাক্ষী দেবে খাদিজা। বদরুলের যাতে সর্বোচ্চ শাস্তি হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’

প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে, পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হওয়ার পর তাকে সাভারে সিআরপিতে ভর্তি করা হয়। খাদিজাকে হত্যাচেষ্টা মামলা বর্তমানে বিচারাধীন।