(ভিডিও)অফিসে মহিলাদের চুমু, যৌনতার VIDEO ভাইরাল, সাসপেন্ড সেই DGP

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২ :

ভাইরাল হওয়া একটি ‘অশ্লীল’ ভিডিও ঘিরে তীব্র বিতর্কের মধ্যেই কর্নাটক সরকার সাময়িক বরখাস্ত করল রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (সিভিল রাইটস এনফোর্সমেন্ট) পদে থাকা বর্ষীয়ান আইপিএস অফিসার কে রামচন্দ্র রাওকে। সোমবার জারি করা বরখাস্তের নির্দেশে বলা হয়েছে, ডিউটির সময় নিজের দফতরের ভেতরে মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণ করে তিনি একজন সরকারি কর্মচারীর মর্যাদা ক্ষুণ্ণ করেছেন এবং এর ফলে রাজ্য সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

নিয়মভঙ্গের অভিযোগ
সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রামচন্দ্র রাওয়ের আচরণ অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৬৮-এর রুল-৩ লঙ্ঘন করেছে। প্রাথমিক তদন্তে রাজ্যের মত, পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বরখাস্ত রাখা জরুরি। বরখাস্তকালীন সময়ে তিনি অল ইন্ডিয়া সার্ভিসেস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৬৯-এর রুল–৪ অনুযায়ী সাবসিস্টেন্স অ্যালাউন্স পাবেন। তবে এই সময় রাজ্য সরকারের লিখিত অনুমতি ছাড়া তিনি সদর দফতর ছাড়তে পারবেন না।

Advertisement

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা
ঘটনাটি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি স্পষ্ট বলেন, ‘কেউ যত বড় পদেই থাকুন না কেন, তদন্ত হবে এবং দোষ প্রমাণিত হলে শাস্তি নিশ্চিত করা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নন।’
যদিও অভিযুক্ত আইপিএস অফিসার পুরো ভিডিওটিকেই ভুয়ো ও সাজানো বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, ভাইরাল হওয়া ৪৭ সেকেন্ডের ভিডিওটি আসলে তিনটি আলাদা ক্লিপ জুড়ে তৈরি, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।