ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি,বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ || মাঘ ৮ ১৪৩২ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনি প্রচার। বুধবার (২১ জানুয়ারি) প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই ভোটের লড়াইয়ে নেমেছেন সংসদ সদস্য পদপ্রার্থীরা।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার গ্রামের বাড়িতে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

শহর ও গ্রামজুড়ে লিফলেট বিতরণ ও পথসভায় মুখর হয়ে উঠেছে জনপদ। ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও কৌতূহল।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
কুষ্টিয়ায় নির্বাচনের মাঠে ধীরে ধীরে উত্তাপ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে প্রচার চালানোর আহ্বান জানানো হয়েছে।



