(ভিডিও)ভোট কেন্দ্রে দরজা বন্ধ করে সিল মারার দিন শেষ: সুপ্রদীপ চাকমা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি,সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২ :

আগের মতো ভোট কেন্দ্রে দরজা বন্ধ করে সিল মারার দিন শেষে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

Advertisement

আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে আনন্দের সঙ্গে নিজের ভোট নিজে দিতে পারেন তার জন্য আমার কাজ করে যাচ্ছি। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রায় ৯০ ভাগ কেন্দ্রে সিসি ক্যামারা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশের বডি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।’


Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫


গণভোটের কথা বলতে এসেছি ভোটের কথা নয় জানিয়ে তিনি বলেন, ‘গণভোটে আমি কিন্তু না প্রচারণায় আসিনি। গণভোটে হ্যাঁ ভোট জোগাড় করতে হবে আপনাদের। সেই প্রচারণা চালাতেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী নির্বাচনের পর নতুনদের জায়গা করে দিয়ে আমরা যেন স্ব স্ব জয়গায় ফিরে যেতে পারি।’

পরে ভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন শেষে তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের জন্য ভোটের চাবি আপনাদের হাতে প্রফেসর ড. ইউনুছ তুলে দিয়েছেন।’

গণভোটের প্রচারণার সঙ্গে হ্যাঁ ভোটের প্রচারণা সংসদ নির্বাচনে প্রভাব বিস্তার করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে তিনি বলেন, ‘এর উত্তর দিতে পারবো না, আমি আইন কম বুঝি। আইন উপদেষ্টার কাছ থেকে জেনে পরে আপনাদের জানানো হবে।’

Advertisement

এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ

__________________________________________________


গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জেলা প্রশাসক নাজমা আরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম