ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি,সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ || মাঘ ৫ ১৪৩২ :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তাঁর চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সেঁটে দিয়ে এক মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে গেছেন। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
গত ১৪ জানুয়ারি (বুধবার) রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান।
পুলিশ জানায়, তারেক রহমান যখন গুলশান কার্যালয় থেকে নিজের গাড়িতে করে ফিরছিলেন, তখন একটি সাদা রঙের ‘হিরো হাংক’ মোটরসাইকেলে আসা এক আরোহী চলন্ত অবস্থায় তার বুলেটপ্রুফ গাড়ির গায়ে স্কচটেপ দিয়ে একটি কাগজ লাগিয়ে দ্রুত পালিয়ে যান। সেই সময়ে গাড়িবহরের সঙ্গে তার নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে মোটরসাইকেল চালককে আটকানো সম্ভব হয়নি।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

রবিবার (১৮ জানুয়ারি) রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “সিসিটিভির ফুটেজে কাগজ লাগানোর বিষয়টি দেখা গেলেও, মোটরসাইকেল চালককে শনাক্ত করা যায়নি। তবে ওই কাগজে কোনো বার্তা লেখা ছিল না।”
এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা জিডি করা হয়নি। তবে পুলিশ বিষয়টি জানার পর স্বপ্রণোদিত হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাইকারকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
__________________________________________________
এদিকে, ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন তৈরি হয়েছে। কেউ বিষয়টিকে স্রেফ কৌতূহল হিসেবে দেখছেন, আবার কেউ একে নিরাপত্তা শঙ্কার অংশ মনে করছেন।

নিজের বুলেটপ্রুফ গাড়িতে তারেক রহমান। ফাইল ফটো।


