ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুমিল্লার দাউদকান্দি প্রতিনিধি,শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬ || পৌষ ২৫ ১৪৩২ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর চারজনের দগ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে।
Advertisement
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনাটি ঘটে বলে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ধারণা করা হচ্ছে, বাস, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার সঠিক কারণ ও হতাহতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়।


