(ভিডিও)দাউদকান্দিতে তিন যানের সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,কুমিল্লার দাউদকান্দি প্রতিনিধি,শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২ :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর চারজনের দগ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে।

Advertisement

 

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনাটি ঘটে বলে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ধারণা করা হচ্ছে, বাস, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার সঠিক কারণ ও হতাহতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়।