ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রামের মীরসরাইয় প্রতিনিধি,শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬ || পৌষ ২৫ ১৪৩২ :
চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জাতীয় তেল সরবরাহ পাইপলাইন ফুটো করে অভিনব কায়দায় হাজার হাজার লিটার জ্বালানি তেল চুরি করা হচ্ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

মীরসরাই উপজেলার হাদি ফকির হাট এলাকায় মাটির গভীর দিয়ে যাওয়া পাইপলাইনটির ওপর একটি ঘর তৈরি করা হয়। পরে ঘরের ভেতর অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ড্রিল করে দীর্ঘদিন ধরে হাজার হাজার লিটার তেল চুরি করেছিল সংঘবদ্ধ চক্র। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পাইপলাইন থেকে তেল আশপাশে ছড়িয়ে পড়লে তা স্থানীয়দের নজরে আসে।
বিপিসির পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাইপলাইনের ঠিক ওপরে একটি টিনের ঘর তৈরি করা হয়েছে। এর ভেতর থেকে কৌশলে তেল চুরির করা হতো।
স্থানীয়রা জানিয়েছেন, সখানেক আগে প্রকৌশলী পরিচয়ে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি স্থানীয় নুর জাহানের কাছ থেকে ঘরটি ভাড়া নিয়েছিলেন। মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনে ছিদ্র করার জন্য ব্যবহৃত ড্রিল মেশিন, তেল সংগ্রহের অসংখ্য ড্রাম ও কনটেইনার উদ্ধার করা হয়েছে ওই ঘর থেকে। সেখানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিক নুর জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
__________________________________________________
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছেন বিপিসির কর্মকর্তা, মীরসরাই থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে এলাকাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে কম খরচে ও নিরাপদ পদ্ধতিতে কুমিল্লা ও নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে জ্বালানি সরবরাহের জন্য এ পাইপলাইনটি ব্যবহৃত হয়। এর সক্ষমতা ঘণ্টায় ৩২০ মেট্রিক টন হলেও এটি ২৬০ থেকে ২৮০ টন তেল পরিবহন করছিল।
পাইপলাইনের ক্ষয়-ক্ষতির পরিমাণ এবং কত পরিমাণ তেল চুরি হয়েছে, তা নিশ্চিত হতে বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
বিপিসির পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আধুনিক এই পাইপলাইনে নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম থাকার পরেও কীভাবে এ ধরনের চুরির ঘটনা ঘটল, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

ওপরে ঘর তুলে পাইপলাইন ফুটো করে তেল চুরি

