ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুমিল্লার দেবিদ্বার প্রতিনিধি, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬ || পৌষ ২৪ ১৪৩২ :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের ঘুম ইতোমধ্যে হারাম হয়ে গেছে। পরাজয়ের ভয়ে তারা এখন ভোটারদের ভয় দেখাতে শুরু করেছে। ফোন করে কেন্দ্র দখল, ভোট দিতে না দেওয়া ও ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে।
Advertisement
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাঁস গ্রামে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেছেন, হোন্ডা ও গুন্ডা দিয়ে ভয় দেখানোর রাজনীতি এখন আর চলে না। মানুষ এখন সচেতন। তারা ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না। যারা নির্বাচিত হয়ে জনগণের অধিকার লুটে নেয়, জনগণ তাদের আর ভোট দিতে রাজি নয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
তিনি বলেন, যারা সংস্কার, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, নিজের ভোট নিজে দেওয়ার অধিকার এবং ভারতীয় আগ্রাসনের অবসান চান, তাদেরকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। জনগণের এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।
শহীদ ওসমান হাদি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ওসমান হাদি চাঁদাবাজি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় শহীদ হয়েছেন। তিনি ছিলেন সৎ ও নির্লোভ রাজনীতির প্রতীক। সাধারণ মুড়ি-বাতাসা নিয়ে প্রচারণা চালিয়ে তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
__________________________________________________
হাসনাত আবদুল্লাহ বলেন, আজ গ্রামে গ্রামে শহীদ ওসমান হাদির জন্য মা-বোন, বৃদ্ধ বাবারা দোয়া করছেন। যে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই দায়িত্ব আমরা গ্রহণ করেছি। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই দেশের মাটিতেই নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধলাহাঁস গ্রামে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ



