
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা কুমিল্লা থেকে, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬ || পৌষ ২৪ ১৪৩২ :
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি সেনেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই এলাকার মৃত জাহের আলীর ছেলে মো. শামীম (২৬)।
Advertisement
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তুলাতুলি সেনেরচর এলাকার বাসিন্দা মো. শামীম (২৬) নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শামীম। তবে তাৎক্ষণিকভাবে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার কাছ থেকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় চলমান রয়েছে।’



