(ভিডিও)চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,চট্টগ্রামের বাকলিয়া প্রতিনিধি,সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

:

চট্টগ্রামের বাকলিয়ায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

 

শনিবার (৩ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

Advertisement

এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
_________________________

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তবে তারা বর্তমানে নগরের বাকলিয়া থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

Advertisement

আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জোবায়ের ও নয়ন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের ইতোমধ্যে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ছবি : সংগৃহীত