ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর ফার্মগেট প্রতিনিধি,সোমবার ০৫ জানুয়ারি ২০২৬ || পৌষ ২১ ১৪৩২ :
রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার দ্রুত বিচার এবং ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ফার্মগেট মোড়ে অবস্থান নেন তাঁরা।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যস্ততম এই মোড় অবরোধের ফলে ফার্মগেটসহ কাওরান বাজার ও বিজয় সরণি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কয়েক শ শিক্ষার্থী ফার্মগেট মোড় ও এর সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এ সময় অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীদের অভিযোগ, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ হারিয়েছেন তাঁদের সহপাঠী। গতকাল শনিবার রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্রদলের কিছু প্রভাবশালী গ্রুপের ছত্রছায়ায় সাবেক ছাত্রলীগ কর্মীরা মাদক সেবন, ভর্তি বাণিজ্য ও ফর্ম পূরণের বাণিজ্যের মতো অপকর্মে লিপ্ত। সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করলেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বা সরাসরি হুমকি দিয়ে তাঁদের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হয়। তাঁরা অবিলম্বে রানার হত্যাকারীদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



