(ভিডিও) বগুড়ায় স্ত্রী ও দুই সন্তান নিহতের মামলায় সেনা সদস্য কারাগারে

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, প্রতিনিধি,শুক্রবার   ২৮ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩২ :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজ বাড়িতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিহতের মামলায় সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে নিহত নারীর মা মোছা. রাবেয়া সুলতানা বাদী হয়ে কাজলকে প্রধান আসামি করে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গত ​২৫ নভেম্বর সকালে খলিশাকান্দি দহপাড়াস্থ শাহাদত হোসেনের বসতবাড়ির শয়ন ঘরের ভেতর স্ত্রী এবং দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, শাহাদতের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২২), মেয়ে সাইফা (৩) ও ছেলে সাইফ (৭ মাস)।

এ ঘটনার দিনেই সেনা সদস্য শাহাদাতকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার বিরুদ্ধে সাদিয়ার মা রাবেয়া সুলতানা বাদী হয়ে মামলা করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিন জনকে।

Advertisement

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুই সন্তানের গলায় কাটা দাগ ছিল। সাদিয়ার গলায় একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে সৈনিক কাজলের কর্মরত ইউনিট ময়মনসিংহ সেনানিবাস এবং নিকটবর্তী মাঝিড়া সেনানিবাসকে অবহিত করা হয়েছে। এরপর তাকে আদালতে চালান করা হয়।