(ভিডিও) মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি: নাসিরুদ্দিন পাটোয়ারী

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,বিশেষ প্রতিনিধি,সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২ :

মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

Advertisement

শনিবার (২ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি (মির্জা আব্বাস) একাধিকবার এমপি হয়েছেন ঠিকই, তবে তার জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি। ইনশাআল্লাহ, এবার শাপলা প্রতীকই বিজয়ী হবে।

Advertisement

নির্বাচন কমিশনের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে না। এক সপ্তাহ ধরে পোস্টার ও ব্যানারের মহড়া চলছে, কিন্তু কমিশনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। বরং একজন কমিশনার আগ বাড়িয়ে বলেছেন, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না, এ ধরনের বক্তব্য লজ্জাজনক।

বিএনপির পক্ষ থেকে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হলেও ঢাকা-৮ আসনে এখন পর্যন্ত তেমন কোনো আপত্তির মুখে পড়তে হয়নি বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।

Advertisement

উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। ইতিমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে জামায়াত প্রার্থী দিলেও এনসিপির সঙ্গে আসন সমঝোতায় পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান দলটির প্রার্থী ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন আহমেদ। এই আসনে তার (নাসিরুদ্দিন পাটোয়ারী) প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবি: সংগৃহীত