(ভিডিও)সংসদ ভবনের সামনে অবস্থান ‘জুলাই শহীদ পরিবার-আহতদের’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা  প্রতিনিধি, শুক্রবার   ১৭ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ১ ১৪৩২ :

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে আন্দোলনে নেমেছেন ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা।

Advertisement

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে দেখা গেছে, তারা অনুষ্ঠানস্থলের অতিথিদের জন্য সাজানো চেয়ারে অবস্থান নিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মঞ্চ ও আন্দোলনকারীদের মাঝখানে অবস্থান নিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেন ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা। আজ সকালে সংসদ ভবনের ফটক অতিক্রম করে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন তারা। পুলিশ তাদেরকে থামাতে চেষ্টা করলেও আন্দোলনকারীরা চেয়ারে বসে পড়েন এবং এখন পর্যন্ত সেখানেই আছেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

আন্দোলনকারীদের প্রধান দুই দাবি হলো:
১. জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।
২. শহীদ পরিবার ও যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তির জন্য আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন।

বিকেল ৪টায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি শান্ত রাখার জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বলেছেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি সরে যেতে। কিন্তু, তারা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।

Advertisement

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা অনিশ্চয়তা বিরাজ করছে। কিছু রাজনৈতিক দল এতে অংশ নেবে না বলে ইতোমধ্যে জানিয়েছে।