(ভিডিও)একের পর এক স্বর্ণের দোকানে চুরিতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, কী বলছে পুলিশ?

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিশেষ  প্রতিনিধি, শুক্রবার   ১৭ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ১ ১৪৩২ :

স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে স্বর্ণালংকারের দোকানে চুরি-ডাকাতির ঘটনাও। সপ্তাহ ব্যবধানে মৌচাক ও যাত্রাবাড়ীতে দুই দোকান থেকে ফিল্মি স্টাইলে প্রায় ৬৫০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। শুধু স্বর্ণ চুরিই নয়, বাসা বাড়ি, ব্যাবসা প্রতিষ্ঠানেও বেড়েছে চুরির ঘটনা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৯ মাসে দেড় হাজারের বেশি চুরির ঘটনায় মামলা হয়েছে। জুয়েলারি দোকানের নিরাপত্তায় পুলিশকে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জুয়েলারি সমিতির।

Advertisement

৯ অক্টোবর রাত ৩টা। মৌচাকের ফরচুন শপিংমলে বোরকা পড়ে ঢোকে দুই চোর। ফিল্মি স্টাইলে প্রথমে সিসিটিভি সরিয়ে চুরি করে দ্রুত পালিয়ে যায় তারা। দোকান মালিকের অভিযোগ, নিজের ও বন্ধকি প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

 

তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে স্বর্ণগুলো ফেরত পাওয়া সম্ভব। তবে না পেলে মারা যাওয়া ছাড়া উপায় নেই। কারণ যারা স্বর্ণ বন্ধক রেখেছিল, তারা তো ছাড়বে না। আমার এমন কোনো সম্পদ নেই, যা বিক্রি করে তাদের স্বর্ণগুলো ফেরত দেব।

 
 
এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীর রায়হান সুপার মার্কেটের লিলি গোল্ড হাউজ থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। দুটি ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
 
স্বর্ণের দোকানে একের পর এক চুরি আর ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যেসব মার্কেটে জুয়েলারি দোকান আছে, সে সব মার্কেটের নিরাপত্তার জন্য পুলিশকে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জুয়েলারি সমিতির।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
বাংলাদেশ জুয়েলারি উৎপাদন ও রফতানিকারক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, চুরি ঠেকাতে পুলিশের পাশাপাশি ব্যবসায়ী, মার্কেট কর্তৃপক্ষকেও আরও বেশি সতর্ক হবে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
 
শুধু স্বর্ণের দোকানেই নয়, বাসাবাড়ি ও অন্য প্রতিষ্ঠানেও চুরির ঘটনা বেড়েছে। ডিএমপির তথ্য বলছে, রাজধানীতে গত ৯ মাসে চুরির মামলা হয়েছে দেড় হাজারের বেশি।
 
 
পুলিশ বলছে, যাত্রাবাড়ী ও মৌচাকে স্বর্ণের দোকানে চুরির ঘটনার রহস্য উন্মোচনে মিরপুরের এফ এস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও পল্টনের চায়না টাউনের চুরির ঘটনায় জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মার্কেটের ভিতরের কেউ এসব চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

 
ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এর আগে যেসব চুরির ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে যারা জড়িত ছিল, তাদের গতিবিধি বিশ্লেষণ করে সংশ্লিষ্টতা রয়েছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। এর পাশাপাশি নানা পদ্ধতি ও কৌশল ব্যবহার করা হচ্ছে। রাত্রিকালীন টহল আরও সক্রিয় করা হয়েছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
 
এদিকে, শুধু ঢাকাতেই না, স্বর্ণের দোকানে চুরির ঘটনা বেড়েছে সারাদেশেই।