https://youtu.be/1pRKMSpBBBc?si=Eow1GofAej8kfjH-
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আগারগাঁও নির্বাচন ভবন প্রতিনিধি,বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ || মাঘ ১৪ ১৪৩২ :
মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
_______________________________________
তিনি বলেন, “নির্বাচনের ফল নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ। যেকোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।”
বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

রাষ্ট্রদূত বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ফেব্রুয়ারি ১২ তারিখের নির্বাচন নিয়ে ভালো বৈঠক হলো। তিনি আমাকে ফেব্রুয়ারি ১২ তারিখের নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যে সব নীতি, প্রস্তুতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে সে সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করেছেন। আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমি এই নির্বাচনগুলোর জন্য এবং সেগুলোর ফল দেখার জন্য সত্যিই আগ্রহী।”
তিনি আরো বলেন, “আমি আশা করি, এটি সত্যিই একটি উৎসবমুখর নির্বাচনের দিন হবে, যেখানে বাংলাদেশের জনগণ নিজেদের মত প্রকাশ করতে পারবেন এবং আপনারা একটি খুব সফল নির্বাচন সম্পন্ন করবেন।”
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে আরো ছিলেন- দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ। সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।


