(ভিডিও)নবাগতদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসা, অভিনেত্রী আনুশকা গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, রোববার   ০৭ সেপ্টেম্বর ২০২৫ ||  ভাদ্র ২৩ ১৪৩২ :

বেরিয়ে এলো রঙিন সিনেমা জগতের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জীবনের ভয়ংকর বাস্তবতা। সিনেমায় কিংবা নাটকে অভিনয়ে আসা নতুন অভিনেত্রীদের জোরপূর্বক পাঠানো হয় দেহব্যবসার মতো নিষিদ্ধ দুনিয়ায়। এ ঘটনায় অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

Advertisement

ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, মহারাষ্ট্রের থানে জেলার কাশিমীরা অঞ্চলে চলে অন্ধকার জগতের এ নিষিদ্ধ কাজ। আর এ নিষিদ্ধ কাজে ঠেলে দেয়ার কাজ করেন অভিনেত্রী আনুশকা।

 

আনুশকার বিরুদ্ধে অভিযোগ, তিনি সুপরিকল্পিতভাবে তরুণীদের অভিনয় জগতে পা রাখার স্বপ্ন দেখান। এরপরই সুযোগ বুঝে ঠেলে দেন দেহব্যবসার চক্রে।
 
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশ এ তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করলে তা নাড়িয়ে দেয় পুরো বিনোদন জগতের ভিত।
 
এ প্রসঙ্গে বসই-ভিরার অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মদন বল্লাল বলেন, 

আমরা অভিনেত্রী আনুশকার নামে অভিযোগ পাওয়ার পর তাকে হাতেনাতে ধরার পরিকল্পনা করি। দুই ছদ্মবেশীকে ক্রেতা হিসেবে আনুশকার কাছে পাঠাই।

 

সহকারী পুলিশ কমিশনার মদন বল্লাল আরও বলেন, 

তার সঙ্গে যোগাযোগ হলে তিনি মুম্বাই–আমেদাবাদ হাইওয়ের ধারে একটি বিলাসবহুল মলে দেখা করতে বলেন। নির্ধারিত স্থানে ছদ্মবেশী ক্রেতারা অভিনেত্রীকে টাকা দেয়ার সময় হাতে নাতে আমাদের টিম তাকে গ্রেফতার করে।

 

Advertisement

আবশ্যক

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
প্রসঙ্গত, পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় টিভি সিরিয়াল ও বাংলা সিনেমার দুই অভিনেত্রীকে উদ্ধার করা হয়। যারা দেহব্যবসা চক্রের শিকার। বর্তমানে তাদের শারীরিক ও মানসিক সহায়তা দিতে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
অভিনেত্রী আনুশকা মনি মোহন দাস। ছবি: সংগৃহীত