ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, সোমবার ০৪ আগস্ট ২০২৫ || শ্রাবণ ২০ ১৪৩২ :
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ব্যক্তিগত জীবনে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলোচিত-সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে। যদিও দুটো সংসারই ভেঙে গেছে। এর আগে গণমাধ্যমকে শাকিব জানিয়েছিলেন—অপু-বুবলী দুজনেই তার অতীত। দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই।
Advertisement
অপু-বুবলীর সঙ্গে সম্পর্ক না থাকার কথা শাকিব দাবি করলেও মাঝে মধ্যে তাদের সঙ্গে তাকে সময় কাটাতে দেখা যায়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে শবনম বুবলী ও পুত্র বীরকে নিয়ে ছুটি কাটাচ্ছেন শাকিব খান। যার কিছু ছবি বুবলী তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন। তারপর থেকে শাকিব-বুবলী চর্চায় পরিণত হয়েছেন।
বিষয়টি নিয়ে নানা ধরনের চর্চা করছেন নেটিজেনরা। এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত-সমালোচিত অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।
জয় তার স্ট্যাটাসে বলেন, “শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবি না। আবার আমি যত মেধাবি তত বড় স্টার না।”
Advertisement
https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ
জয়ের এই পোস্ট ঘিরে সমালোচনার আসর বসেছে কমেন্ট বক্সে। কেউ কেউ জয়ের ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। অনেকেই শাকিব খানকে আক্রমণ করে মন্তব্য করেছেন। সাব্বির নামে একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, “ডিভোর্স হওয়ার পরেও স্ত্রী থাকে কীভাবে ভাই! বিষয়টা আমার গোবুরে মাথায় ঢুকে না, আপনি যদি একটু খুলে দিতেন।” কার্জন নামে একজন লেখেন, “অপু বিশ্বাসকে বলেন তাড়াতাড়ি স্ট্যাটাস দিতে। জাতি অপু বিশ্বাসের স্ট্যাটাস দেখে ঘুমাতে যাবে।”
Advertisement
সমালোচনা কেবল শাকিব-অপু-বুবলীকে কেন্দ্র করেই হচ্ছে না। অনেকে শাহরিয়ার নাজিম জয়কেও আক্রমণ করে মন্তব্য করছেন।