ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,সোমবার ২৮ জুলাই ২০২৫ || শ্রাবণ ১৩ ১৪৩২ :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে গ্রেফতার করে আম বাগানে নিয়ে পেটানোর অভিযোগ উঠেছে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (এএসপি) মো. ইয়াসির আরাফাত ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের বিরুদ্ধে।
Advertisement
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন।
শাহনাজ খাতুন বলেন, ভোলাহাটে আমার একজন মহিলা কর্মী স্বামীর দ্বারা নির্যাতিত হয়েছে। তিনি ভোলাহাট থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করতে গেলে ওসি ৫০ হাজার টাকা চান। পরে সে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ওসির সঙ্গে যোগাযোগ করি। এতে সহায়তা করার আশ্বাসও দেন ওসি শহিদুল ইসলাম। কিন্তু সহায়তা করেননি। পরে পুলিশ সুপারে সঙ্গে যোগাযোগ করি। এসময় পুলিশ সুপার আমাকে গ্রেফতারে হুমকি দেন।
পরে শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে আমাকে আটক করে পুলিশ। কিন্তু তখনও ওসি আমার নামে ওরেন্ট দেখাতে পারেননি। আমি থানায় যাব না মর্মে রাস্তায় শুয়ে পড়েছিলাম। এরপরও ভোলাহাট থানার ওসি আমাকে টেনে-হেঁচড়ে থানায় নিয়ে যায়। পরে গভীর রাতে আমাকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের কোলমুগাড়া এলাকায় আম বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে পেছন থেকে জড়িয়ে ধরে লাঠি দিয়ে আমাকে মারধর করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত।
Advertisement
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শাহনাজ ওরেন্টেভুক্ত আসামি। তাই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তবে তাকে মারধর করা হয়নি।
Advertisement
https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, শাহনাজের বিরুদ্ধে নিয়মিত মামলা থাকায় গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারের সময় তিনি গাড়িতে উঠছিলেন না। সেক্ষেত্রে মহিলা পুলিশের সঙ্গে ওসি তাকে গাড়িতে উঠাতে সহায়তা করেছেন। তবে নির্যাতন চালানো হয়নি। মামলা থেকে রক্ষা পেতে তিনি এসব করছেন।