নারায়ণগঞ্জে ১১ জন মাদ্রাসার ছাত্র নিখোঁজ

SHARE

islamia68নারায়ণগঞ্জের শাহী মসজিদ এলাকায় অবস্থিত একটি মাদ্রাসায় ১১ শিক্ষার্থী গত এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ১১ ছাত্রের নাম সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বুধবার রাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে বন্দর ফাঁড়ির ইনচার্জ অখিল চন্দ্র সরকারকে মাদ্রাসায় পাঠানো হয়। তিনিও সরজমিনে গিয়ে ছাত্র নিখোঁজ থাকার প্রমাণ পেয়েছেন।

বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক বলেন, সভাপতির নির্দেশে অনুপস্থিত ছাত্রের তালিকা থানায় দিয়েছি। সরকারের ঘোষণার পর আমরা এ তালিকা দেই। এদিকে নিখোঁজ ছাত্রদের বিষয়ে খোঁজ নিতে মাদ্রাসায় পুলিশ যাওয়ার পর থেকেই এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ওসি আবুল কালাম বলেন, নিখোঁজ ছাত্রদের বিষয়ে আমরা খোঁজ-খবর শুরু করেছি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- ষষ্ঠ শ্রেণীর রায়হান (রোল ৮), ওয়ালিদ (রোল ৪১), সপ্তম শ্রেণীর শেখ মাসুদ (রোল ২৯), রায়হান (রোল ৩০), নাহিদুল (রোল ৩৭), অষ্টম শ্রেণীর মঞ্জুরুল (রোল ৪৬), শামীম (রোল ৫২), মাইনুদ্দিন (রোল ২০), আরমান (রোল ৪৯), নবম শ্রেণীর মাহফুজ (রোল ৪৯) ও দশম শ্রেণীর আরাফত (রোল ৪৫)।

নারায়ণগঞ্জের শাহী মসজিদ এলাকায় অবস্থিত একটি মাদ্রাসায় ১১ শিক্ষার্থী গত এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ১১ ছাত্রের নাম সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বুধবার রাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে বন্দর ফাঁড়ির ইনচার্জ অখিল চন্দ্র সরকারকে মাদ্রাসায় পাঠানো হয়। তিনিও সরজমিনে গিয়ে ছাত্র নিখোঁজ থাকার প্রমাণ পেয়েছেন।

বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক বলেন, সভাপতির নির্দেশে অনুপস্থিত ছাত্রের তালিকা থানায় দিয়েছি। সরকারের ঘোষণার পর আমরা এ তালিকা দেই। এদিকে নিখোঁজ ছাত্রদের বিষয়ে খোঁজ নিতে মাদ্রাসায় পুলিশ যাওয়ার পর থেকেই এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ওসি আবুল কালাম বলেন, নিখোঁজ ছাত্রদের বিষয়ে আমরা খোঁজ-খবর শুরু করেছি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- ষষ্ঠ শ্রেণীর রায়হান (রোল ৮), ওয়ালিদ (রোল ৪১), সপ্তম শ্রেণীর শেখ মাসুদ (রোল ২৯), রায়হান (রোল ৩০), নাহিদুল (রোল ৩৭), অষ্টম শ্রেণীর মঞ্জুরুল (রোল ৪৬), শামীম (রোল ৫২), মাইনুদ্দিন (রোল ২০), আরমান (রোল ৪৯), নবম শ্রেণীর মাহফুজ (রোল ৪৯) ও দশম শ্রেণীর আরাফত (রোল ৪৫)।

– See more at: http://primenewsbd.com/index.php?page=details&nc=5&news_id=91264#sthash.Sy0Vx7ZT.dpuf