ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,রোববার ১১ জানুয়ারি ২০২৬ || পৌষ ২৭ ১৪৩২ :
শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তৎপর রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে র্যাব ফোর্সেস পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হয়।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা যেন অবনতি না হয়, সে বিষয়ে র্যাব তাদের তৎপরতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। এজন্য সবার সহযোগিতা কামনা করেন র্যাব ডিজি।
Advertisement
এসময় শরীয়তপুরের এমএফএস ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকারীদের খুব ‘দ্রুত সময়ে’ র্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, সেখানে র্যাব তাদের সর্বোচ্চ দিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও র্যাব কাজ করছে।



