দুই মামলায় ডেসটিনির রফিকুলের জামিন

SHARE

Rafikul20160720185226ঢাকা: দুর্নীতির দুই মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ জুলাই) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান জামিনের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই মোহাম্মদ রফিকুল আমীনসহ অন্যদের বিরুদ্ধে অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দু’টি দায়ের করেন।

এ দুই মামলায় মোহাম্মদ রফিকুল আমীন ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

এরপর জামিন চেয়ে আবেদন করলে ২০১৪ সালের আগস্টে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রফিকুল আমীনসহ অন্যদেরকে কেন জামিন দেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। গত বছরের ১৩ মে সে রুল খারিজ হয়ে