ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিনিধি, বুধবার ২৯ অক্টোবর ২০২৫ || কার্তিক ১৩ ১৪৩২ :
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী একটি উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে সময়সূচিতে পরিবর্তন হয়েছে লন্ডনগামী এই ফ্লাইটটির।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানিয়েছেন, উড়োজাহাজটি আজ সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার আগে বোর্ডিং ব্রিজ সরানোর সময় ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটি উড্ডয়নের অনুপযোগী হয়ে যায়।
Advertisement
মো. হাফিজ আহমেদ বলেন, নিধার্রিত সময়ে ফ্লাইটি ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে আসা আরেকটি উড়োজাহাজ যাত্রীদের নিয়ে দুপুরে বিকল্প ফ্লাইটে সিলেট ছেড়ে যাবে।



