জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা পুলিশের কাছে হস্তান্তর

SHARE

bbc-5-jongiঢাকা: গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী নিহত ৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেক (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগ।

বুধবার (২০ জুলাই) বিকেল পৌন ৬টার দিকে সিটিটিসি ইউনিটের উপ পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলামের  কাছে এ নমুনা হস্তান্তর করা হয়।

ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বাংলানিউজকে বলেন, ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকা নিহত জঙ্গিদের মৃতদেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। আনুষঙ্গিক কাজ শেষে তা কাউন্টার টেরোরিজম ইউনিটে জমা দেওয়া হয়েছে।

হামলা চালানোর আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলেন কি-না কিংবা কোনো মাদকসেবন করেছিলেন কি-না সেটাও পরীক্ষা করা হবে বলেও জানান সোহেল মাহমুদ।

গত ০১ জুলাই রাত ৯টার দিকে গুলশান আর্টিজান বেকারিতে একদল জঙ্গি সন্ত্রাসী হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। পরে যৌথবাহিনীর অভিযানে নিহত হন ওই ছয় জঙ্গি।