আশঙ্কা কাটিয়ে অলিম্পিকে নামছেন বোল্ট

SHARE

Usain-Bolt-bg20160712160201ঢাকা: চলতি বছরের আগস্টে শুরু হচ্ছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় আসর অলিম্পিক। আর এবারের রিও অলিম্পিকেও বড় তারকা হিসেবে সমর্থকদের আশার আলো হয়ে থাকবেন উসাইন বোল্ট।

 

তবে কিছুদিন আগেই ইনজুরির কারণে ব্রাজিলে যাওয়া নিয়ে শঙ্কা জাগে এই বিশ্ব সেরা দৌড়বিদের। কিন্তু শেষ পর্যন্ত জ্যামাইকান দলে নিজের নাম লেখালেন তিনি।

জ্যামাইকান ন্যাশনাল চ্যাম্পিয়নসশিপে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন বোল্ট। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে ২৯ বছর বয়সী এই তারকার রিওতে খেলা নিয়ে আশঙ্কার খবর প্রকাশিত হয়। কিন্তু অবশেষে দেশটির হয়ে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে নিজের নাম লেখান রেকর্ড ছয়বারের স্বর্ণ জয়ী বোল্ট।

বর্তমানে বোল্ট জার্মানিতে কঠোর অনুশীলন করছেন। আর সেখান থেকেই তিনি অলিম্পিকে অংশগ্রহণের ব্যাপারটি নিশ্চিত করেন। এর আগে তিনি ইনজুরির কারণে দলের ট্রায়ালে ছিলেন না।

এবারের অলিম্পিকই হবে বোল্টের ক্যারিয়ারের শেষ অলিম্পিক। এমন ঘোষণা আরও আগেই দিয়েছেন তিনি। এর আগে বোল্ট বেইজিং ও লন্ডন অলিম্পিকের তিন ইভেন্টেই স্বর্ণ জিতেছিলেন। এছাড়া তার অধীনে রয়েছে ১০০ ও ২০০ মিটারে সবচেয়ে কম সময়ে দৌড়ের রেকর্ড।