মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মিষ্টি দোকানে জরিমানা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২ :

কুমিল্লার মেঘনা উপজেলায় ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিলের প্রসিকিউটরে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মেঘনা থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

জানা যায়, অভিযানে একটি মিষ্টি দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার লঙ্ঘনের দায়ে মিষ্টি দোকানদার সুভাশ চন্দ্র শাহকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য দোকানদারদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হাইজিন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

Advertisement

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার খোলা কাগজকে বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত বা সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও জনস্বার্থ রক্ষায় এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।