গুলশান হামলা ‘উন্নত দেশের চেয়েও কম সময়ে নিয়ন্ত্রণে এসেছে’

SHARE

11120160704143816ঢাকা: বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম সময়ে গুলশানের হামলার ঘটনা নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার (০৪ জুলাই) দুপ‍ুরে রাজারবাগ ‍পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত এক শোকসভায় তিনি এ মন্তব্য করেন।

পুলিশ প্রধান বলেন, ‘আমাদের দেশের গণমাধ্যমে বলা হয়েছে-পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে। কিন্তু অনেক উন্নত দেশের তুলনাও কম সময়ে এ ঘটনা নিয়ন্ত্রণে এসেছে।’

‘অনেক উন্নত দেশেগুলোতে এ ধরনের হামলার ঘটনা নিয়ন্ত্রণে আনতে দুই থেকে চারদিন সময় লেগে গেছে। সেক্ষেত্রে মুম্বাই হামলায় চারদিন ও কেনিয়ায় দু’দিন লেগেছে। এসব ঘটনায় শতশত লোক মারা গেলেও কোনো জঙ্গি ধরা পড়ে নাই।’

‘কিন্তু আমরা মাত্র ১২ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অনেককে জীবিত উদ্ধার করেছি এবং জঙ্গি আটক করা হয়েছে,’ যোগ করেন এ কে এম শহীদুল হক।

শোকসভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব) মহাপরিচালক  (ডিজি) বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।